ঢাকা   মঙ্গলবার ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া (ময়মনসিংহ)        বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় ইতালি (ময়মনসিংহ)        ১৬ মে থেকে ‘দ্বৈত নাগরিকত্ব সনদের’ আবেদন শতভাগ অনলাইনে (ময়মনসিংহ)        গুজব ও অপতথ্য মোকাবিলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তথ্য কর্মকর্তাদের (ময়মনসিংহ)        স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়নি ৯ মাসেও (ময়মনসিংহ)        খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী (ময়মনসিংহ)        অনেক জায়গায় গেলাম, কিন্তু এমন আন্তরিকতা আর কোথাও পেলাম না (বাংলাদেশ)        ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেফতার (ময়মনসিংহ)        গুচ্ছভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জাবিপ্রবি মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি। (ময়মনসিংহ)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (দেশজুড়ে)      
এইচএসসি পরীক্ষা

তৃতীয় দিনে অনুপস্থিত ১৬ হাজার, বহিষ্কার ৫৯

Logo Missing
প্রকাশিত: 07:13:46 pm, 2024-07-04 |  দেখা হয়েছে: 12 বার।



অনলাইন ডেস্ক : এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ১৬ হাজার ২৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত এবং ৫৯ জনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১২ হাজার ৪৫৯ জন। অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জনকে বহিষ্কার করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৭৮ হাজার ৪৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল তিন হাজার ৩৩০ জন। তবে, কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি। এ ছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩ হাজার ৬৪৬ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৪৮১ জন। বহিষ্কার হয়েছে ১৬ জন। বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, ওই বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১১ জুলাই শুরু হবে।