ঢাকা   মঙ্গলবার ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া (ময়মনসিংহ)        বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় ইতালি (ময়মনসিংহ)        ১৬ মে থেকে ‘দ্বৈত নাগরিকত্ব সনদের’ আবেদন শতভাগ অনলাইনে (ময়মনসিংহ)        গুজব ও অপতথ্য মোকাবিলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তথ্য কর্মকর্তাদের (ময়মনসিংহ)        স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়নি ৯ মাসেও (ময়মনসিংহ)        খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী (ময়মনসিংহ)        অনেক জায়গায় গেলাম, কিন্তু এমন আন্তরিকতা আর কোথাও পেলাম না (বাংলাদেশ)        ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেফতার (ময়মনসিংহ)        গুচ্ছভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জাবিপ্রবি মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি। (ময়মনসিংহ)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (দেশজুড়ে)      

দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া

Logo Missing
প্রকাশিত: 11:21:54 pm, 2025-05-05 |  দেখা হয়েছে: 3 বার।

চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকেলে ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা তাকে বিদায় জানাতে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

খালেদা জিয়ার সাথে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও বাংলাদেশে আসছেন।

পরিবারের সদস্যরা ছাড়াও যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির অসংখ্য নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করে।

যুক্তরাজ্য স্থানীয় সময় বিকেল সোয়া চারটার দিকে (বাংলাদেশ সময় সোয়া নয়টা) খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে।

কাতারে অল্প সময়ের যাত্রাবিরতি শেষে মঙ্গলবার সকাল দশটার দিকে বিএনপি চেয়ারপারসনের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে ঘিরে মঙ্গলবার সকালে ঢাকার বিমানবন্দর এলাকায় বড় ধরনের যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সেই কারণে দুপুর পর্যন্ত ওই সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপির যেসব নেতাকর্মী বিমানবন্দর এলাকায় যাবেন, তাদেরকে মূল সড়কে অবস্থান না দিয়ে ফুটপাতে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।

নেতাকর্মীরা কোথায় কোন পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন, সে ব্যাপারে রোববার একটি নির্দেশনা দিয়েছে বিএনপি।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!