সর্বশেষ সংবাদ
আসন্ন গুচ্ছ পরীক্ষাকে(বি ইউনিট) কেন্দ্র করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিশেষ হেল্প ডেক্স, অভিভাবকদের জন্য ছাউনির নিচে বসার জায়গায়, সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীর সমন্বয়ে ভলেন্টিয়ার দল ও শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী।
আগামী শুক্রবার(২রা মে) বিশ্ববিদ্যালয়টিতে ১৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (কলা) ভর্তি পরীক্ষা।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল গুচ্ছভূক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষাও বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত হয়েছিল । ঐদিন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি ভিডিও প্রচারিত হয়।ভিডিওটিতে দেখা যায়, আগত অভিভাবকরা সুন্দর বসার জায়গা এবং পর্যাপ্ত ফ্যান না থাকা সহ বেশকিছু সমস্যার কথা উল্লেখ করে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আসন্ন পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়টি সুসজ্জিত করেছে৷
জাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান
বলেন," পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমরা কোথাও বিন্দুমাত্র অসম্পূর্ণতা রাখবো না। পরীক্ষার্থীদের জন্য যথাযথ পরীক্ষার পরিবেশ আনয়ন করা আমাদের দায়িত্ব।"
হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা বলেন," বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে একটি ভলেন্টিয়ার দল তৈরি করা হয়েছে। যাদের প্রত্যেকেরই রয়েছে স্বতন্ত্র পরিচয় পত্রের (আইডি কার্ড) ব্যবস্থা। পাশাপাশি সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা সহ ভর্তি পরীক্ষা কে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য মাননীয় উপাচার্য এবং উপ-উপাচার্য স্যারদের পরামর্শ ও নির্দেশনায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"