ঢাকা   ০৩ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী (ময়মনসিংহ)        অনেক জায়গায় গেলাম, কিন্তু এমন আন্তরিকতা আর কোথাও পেলাম না (বাংলাদেশ)        ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেফতার (ময়মনসিংহ)        গুচ্ছভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জাবিপ্রবি মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি। (ময়মনসিংহ)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (দেশজুড়ে)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (দেশজুড়ে)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (ময়মনসিংহ)        জামালপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছবি (ময়মনসিংহ)         ‘লিগ্যাল এইড বর্তমানে কাঠামোগত প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে’ (ময়মনসিংহ)        আনন্দ মোহন কলেজে ফিনান্স-ব্যাংকিংয়ের মাস্টার্স কোর্স চালু, আনন্দ মিছিল (ময়মনসিংহ)      

আনন্দ মোহন কলেজে ফিনান্স-ব্যাংকিংয়ের মাস্টার্স কোর্স চালু, আনন্দ মিছিল

Logo Missing
প্রকাশিত: 02:51:16 pm, 2025-04-29 |  দেখা হয়েছে: 5 বার।

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজে ৯ বছর পর ফিনান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্স কোর্স চালু হয়েছে। এই খুশিতে বর্তমান অন্তবর্তী সকরকারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছেন জাতীয় বিশ্ববিদ্যায়য় অধিভুক্ত এই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ঢাক-ঢোলে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কলেজ অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ, উপাধ্যক্ষ প্রফেসর নূরুল আফছার, মাস্টার্স কোর্স চালু বিষয়ক আহবায়ক কমিটির আহ্বায়ক আতিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্র জানান, ২০১৫-১৬ সেশনে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজে ফিনান্স ও ব্যাংকিং বিভাগের অর্নাস কোর্স চালু হয়। কিন্তু মার্স্টাস কোর্স না থাকায় বিগত ৫টি ব্যাচের শিক্ষার্থীরা মার্স্টাস করতে পারেনি। তবে অনেকেই কষ্ট করে ঢাকাসহ অন্যত্র গিয়ে ফিনান্স ও ব্যাংকিং বিভাগে মার্স্টাস সম্পন্ন করেছে। এ কারণে ২০১৯ সাল থেকে আনন্দ মোহন কলেজে ফিনান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্স কোর্স চালুর দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। কিন্তু দীর্ঘ সময়েও এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত না পেয়ে বিগত ৫ আগষ্টের পর ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরপর কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের আহবানে এই কলেজের সাবেক শিক্ষার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ কলেজ সংশ্লিষ্টরা সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ রক্ষা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান। অবশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় চলতি বছরের গত ২৪ এপ্রিল আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজে অনার্স চালুর ৯ বছর পর ফিনান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্স কোর্স চালু বিষয়ে লিখিত সিদ্ধান্ত দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আমান উল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালে ফিনান্স ও ব্যাংকিং বিভাগের মার্স্টাস কোর্স চালু জন্য লিখিত আবেদন করা হয়। এরপর দীর্ঘ প্রচেষ্টায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগীতায় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ রক্ষা করে দুইটি বিভাগে মোট ৩ শত আসনে শিক্ষার্থী মার্স্টাস করার সুযোগ পাবে। এতে আমরা খুশি ও আনন্দিত। আমরা সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই বিষয়ে আনন্দ মোহন কলেজের সাবেক শিক্ষার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, যেকোন ভালো কাজে বিএনপি পাশে থাকবে, এটা আমাদের দলের অঙ্গিকার। তাছাড়া আমিসহ আরও অনেকেই এই কলেজের সাবেক শিক্ষার্থী, যেকোন প্রয়োজনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পাশে থাকতে পারলেও মানসিক প্রশান্তি লাগে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!