সর্বশেষ সংবাদ
গুচ্ছভুক্ত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই ভর্তি পরীক্ষা । সার্বিক বিষয়াদি সম্পর্কে জানতে চাইলে একজন পরীক্ষার্থীর অভিভাবক বলেন-" ঢাবিতেও গেলাম,জাবিতেও,তোমাদের মত আন্তরিকতা কোথাও পেলাম না।"
সরেজমিনে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভর্তিচ্ছুদের তল্লাশি করে মেইনগেট দিয়ে প্রবেশ করানো হয়েছে। ইলেক্ট্রনিক ডিভাইস আছে কিনা চেক করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। কেন্দ্রটিতে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৯৬ শতাংশ। সর্বমোট ১৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৬৫ জন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, "ভর্তি পরীক্ষা যে একটা উৎসবমুখর পর্যায়ে যেতে পারে, সে ব্যবস্থা আমরা করেছি। গার্ডিয়ানদের জন্য সমসংখ্যক বসার জায়গার ব্যবস্থা করেছি, শিক্ষার্থীদের জন্য হেল্পিং ডেস্কের ব্যবস্থা করেছি যাতে করে কোনক্রমে তারা সমস্যায় না পড়ে। বিভিন্ন জায়গায় আমাদের ইন্ডিকেশন আছে, যাতে করে শিক্ষার্থীদের পরীক্ষার রুম সহ বিভিন্ন স্থানে যেতে সহযোগিতা হবে। পরীক্ষার্থী উপস্থিতির মাত্রা সন্তোষজনক। কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় উপাচার্য কেন্দ্রের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং অভিভাবকদের সাথে সৌজন্য মতবিনিময় করেন। অভিভাবকরা তাদের বক্তব্যে খুশি ও সন্তুষ্টি প্রকাশ করেন।
উল্লেখ্য, বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে এক লাখ ৪২ হাজার ৬৮৮ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৬২ জন। এছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ভর্তিচ্ছু ২৩ হাজার ৫৪ জন। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাস করেছেণ ১৩ হাজার ৬৬০ জন। শতকরা হিসাবে যা ৬৩ দশমিক ৩৫ শতাংশ