ঢাকা   মঙ্গলবার ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া (ময়মনসিংহ)        বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় ইতালি (ময়মনসিংহ)        ১৬ মে থেকে ‘দ্বৈত নাগরিকত্ব সনদের’ আবেদন শতভাগ অনলাইনে (ময়মনসিংহ)        গুজব ও অপতথ্য মোকাবিলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তথ্য কর্মকর্তাদের (ময়মনসিংহ)        স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়নি ৯ মাসেও (ময়মনসিংহ)        খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী (ময়মনসিংহ)        অনেক জায়গায় গেলাম, কিন্তু এমন আন্তরিকতা আর কোথাও পেলাম না (বাংলাদেশ)        ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেফতার (ময়মনসিংহ)        গুচ্ছভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জাবিপ্রবি মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি। (ময়মনসিংহ)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (দেশজুড়ে)      

কথা বললেই পাঁচ হাজার টাকা জরিমানা!

Logo Missing
প্রকাশিত: 04:47:33 pm, 2024-06-29 |  দেখা হয়েছে: 9 বার।

 

অনলাইন ডেস্ক : সমাজের একটি অসহায় পরিবারের পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে তাদের সমাজচ্যুত করার এমন অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। এর ফলে মসজিদে নামাজ পড়া, বাচ্চার মক্তবে পড়তে যাওয়া নিষেধসহ কেউ তাদের সাথে কথা বললেই পাঁচ হাজার টাকা জরিমানা করার বিধান করা হয়েছে। গত ২০ দিন ধরে অসহায় এ পরিবারটি এভাবে একঘরে হয়ে অমানবিক জীবন যাপন করছে।

মইজ উদ্দিন বলেন, আমার অভাব-অনটনের সংসার। প্রায় সময়ই আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে থাকে। পারিবারিক সমস্যা তো প্রায় প্রতিটি ঘরেই কম বেশি থাকে। তাই বলে কাউকে এক ঘরে করে রাখার আইন আছে বলে তো শুনিনি। আমরা গরিব ও অসহায় বলে এই জুলুম চালানো হচ্ছে। কোরবানীর ঈদে আগে তারা আমাদের এক ঘরে করে দেয়। ঈদের সময় সমাজের কেউ আমাদের কোনো গোশত দেয়নি। এমনকি গরিব বলে সমাজ থেকে যে একটা ভাগ পাই, তা থেকেও তারা আমাদের বঞ্চিত করেছে। এই ঈদে আমি আমার সন্তানদের এক টুকরা গোশত কিনেও খাওয়াতে পারিনি।

তিনি আরও বলেন, আমাদের স্বামী-স্ত্রীর ঝগড়াকে ইস্যু করে কয়েকজন মানুষ তাদের স্বার্থ হাসিলের জন্য এই অমানবিক নির্যাতন চালাচ্ছে। আমাদের সঙ্গে কেউ কোনো কথা বলে না, আমার বাচ্চাদের মসজিদে যাওয়া নিষেধ করেছে, আমার গাড়িতেও কেউ উঠে না। সমাজের কেউ আমাদের সঙ্গে কথা বললে পাঁচ হাজার টাকা জরিমানা করার আইন করেছে। জরিমানার ভয়ে কেউ আমাদের সঙ্গে কথা বলে না। আমার সন্তানদের মক্তবে পড়াশোনা বন্ধ রয়েছে।

ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন জানান, আমাকে ওই সমাজ বলেছে, তারা দিনরাত ঝগড়া বিবাদ করে। কেউ বাধা দিলে তাদের সাথেও ঝগড়া করে। তাই তাদের সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। তাদের এক ঘরে করে রাখা হবে। আমি বলেছি, তাদের অন্যায় থাকলে বিচার করা হবে। কিন্তু একঘরে করার কোনো নিয়ম নেই। আমি তাদের এক মাসের সময় দিয়ে এসেছি। কিন্তু ওই সমাজের লোকজন আমার কথা অমান্য করে এ কাজ করেছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি বা পরিবারকে একঘরে করে রাখা আইন বহির্ভূত কাজ। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, এটা অমানবিক ঘটনা। তারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।