ঢাকা   মঙ্গলবার ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া (ময়মনসিংহ)        বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় ইতালি (ময়মনসিংহ)        ১৬ মে থেকে ‘দ্বৈত নাগরিকত্ব সনদের’ আবেদন শতভাগ অনলাইনে (ময়মনসিংহ)        গুজব ও অপতথ্য মোকাবিলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তথ্য কর্মকর্তাদের (ময়মনসিংহ)        স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়নি ৯ মাসেও (ময়মনসিংহ)        খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী (ময়মনসিংহ)        অনেক জায়গায় গেলাম, কিন্তু এমন আন্তরিকতা আর কোথাও পেলাম না (বাংলাদেশ)        ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেফতার (ময়মনসিংহ)        গুচ্ছভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জাবিপ্রবি মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি। (ময়মনসিংহ)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (দেশজুড়ে)      

ময়মনসিংহ সিটি: ৫৫কেন্দ্রের ফলে ইকরামুল হক এগিয়ে

Logo Missing
প্রকাশিত: 09:22:57 pm, 2024-03-09 |  দেখা হয়েছে: 2 বার।

দিনভর ভোট গ্রহণ শেষে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ময়মনসিংহের তারেক স্মৃতি মিলনায়তন থেকে থেকে এই ফল ঘোষণা করা হচ্ছে।

এখন পর্যন্ত ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৫টির ফল ঘোষণা করা হয়েছে। তাতে ৪৯ হাজার ২৯ ভোট পেয়ে এগিয়ে আছেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক (ঘড়ি)।

 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান (হাতি) পেয়েছেন ১২ হাজার ৯২ ভোট।

জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৬২ ভোট।

স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ রেজাউল হক (হরিণ) পেয়েছেন ৫৫০ ভোট আর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৩৭৭ ভোট।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩৩টি ওয়ার্ড। মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একটি ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷

ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ভোটকেন্দ্র ১২৮টি। নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ আর পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন।