ঢাকা   মঙ্গলবার ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া (ময়মনসিংহ)        বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় ইতালি (ময়মনসিংহ)        ১৬ মে থেকে ‘দ্বৈত নাগরিকত্ব সনদের’ আবেদন শতভাগ অনলাইনে (ময়মনসিংহ)        গুজব ও অপতথ্য মোকাবিলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তথ্য কর্মকর্তাদের (ময়মনসিংহ)        স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়নি ৯ মাসেও (ময়মনসিংহ)        খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী (ময়মনসিংহ)        অনেক জায়গায় গেলাম, কিন্তু এমন আন্তরিকতা আর কোথাও পেলাম না (বাংলাদেশ)        ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেফতার (ময়মনসিংহ)        গুচ্ছভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জাবিপ্রবি মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি। (ময়মনসিংহ)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (দেশজুড়ে)      

ময়মনসিংহে শিশুর মাটিচাপা লাশ পেয়েও ব্যবস্থা নিচ্ছে না গৌরীপুর থানা-পুলিশ, ক্ষোভ অসন্তোষ

Logo Missing
প্রকাশিত: 07:46:42 pm, 2025-04-12 |  দেখা হয়েছে: 2 বার।

ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহে শিশুর মাটিচাপা অবস্থায় লাশ পেয়েও ব্যবস্থা নিচ্ছে না গৌরীপুর থানা-পুলিশ। পুলিশের এমন নিরব ভূমিকায় ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিমন্দাদের মধ্যে।
জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের পানাটি গ্রামের একটি পুকুর পাড়ে খেলা করছিল একদল শিশু। এ সময় পুকুরে এক শিশুর লাশ ভাসতে দেখে বড়দের জানায় ঘটনাটি। তবে এরই মাঝে ঘটনাটি টের পেয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে তড়িগড়ি দাফন ছাড়াই গোপনে মাটি চাপা দেয় এক নারী। এনিয়ে এলাকাবাসির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনার খবরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহন না করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে এলাকাবাসি স্থানীয় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করেন। স্থানীয় বাসিন্দা মো: শরীফুল আলম তুষার জানান, স্থানীয় জোসনা খাতুন নামের এক বিধবা নারী অবৈধভাবে এই শিশু জন্ম দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে মাটিচাপা দিয়ে পালিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এনিয়ে এলাকাবাসির মাঝে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে জানিয়ে তুষার আরও বলেন, দুঃখজনক এই ঘটনায় এলাকাবাসির পক্ষে আমি অভিযোগ দিতে চেয়েছিলাম কিন্তু পুলিশ তা গ্রহন করছে না। কিন্তু আমি মনে করি এই হত্যাকান্ডের বিচার হওয়া উচিত, তা নাহলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
পানাটি গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে মো: ইয়াসিন মিয়া জানান, পুকুর থেকে উদ্ধার হওয়া শিশুর লাশটি কার, কেউ জানে না। এ ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় আনা উচিত।
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: রতন মিয়া জানান, যে মহিলা এই সন্তানের জন্ম দিয়েছে, তার স্বামী মারা গেছে প্রায় ১০ বছর আগে। এখন ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
তবে ঘটনার বিষয়ে সুনির্দ্দিষ্ট কোন অভিযোগ না থাকায় পুলিশ কোন ব্যবস্থা নিতে পারছে না বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাটিচাপা অবস্থায় একটি শিশুর লাশ পেয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে অনেকে, অনেকভাবে কথা বলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে শিশিুটি মাটি চাপা দিয়েছে। এখন সুনির্দ্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!