ঢাকা   মঙ্গলবার ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া (ময়মনসিংহ)        বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় ইতালি (ময়মনসিংহ)        ১৬ মে থেকে ‘দ্বৈত নাগরিকত্ব সনদের’ আবেদন শতভাগ অনলাইনে (ময়মনসিংহ)        গুজব ও অপতথ্য মোকাবিলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তথ্য কর্মকর্তাদের (ময়মনসিংহ)        স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়নি ৯ মাসেও (ময়মনসিংহ)        খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী (ময়মনসিংহ)        অনেক জায়গায় গেলাম, কিন্তু এমন আন্তরিকতা আর কোথাও পেলাম না (বাংলাদেশ)        ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেফতার (ময়মনসিংহ)        গুচ্ছভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জাবিপ্রবি মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি। (ময়মনসিংহ)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (দেশজুড়ে)      

ইসরাইলের ‘প্রস্তাব’ মেনে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র: হামাস

Logo Missing
প্রকাশিত: 07:48:42 pm, 2024-06-30 |  দেখা হয়েছে: 8 বার।

 

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র সরকার হামাসকে দখলদার ইসরাইলের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। তবে তেলআবিবের দেওয়া ওই প্রস্তাবে হামাস গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ স্থায়ীভাবে বন্ধ করে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের যে শর্ত দিয়েছে, তা মেনে নেওয়া হয়নি বলেও জানান তিনি। ওসামা হামদান বলেন, মার্কিন প্রশাসন ইসরাইলি যুদ্ধবিরতির প্রস্তাবকে অবিকৃত রেখে তা হামাসকে মেনে নেয়ার জন্য চাপাচাপি করছে। এটি হচ্ছে নিজের নোংরা চেহারাকে চাকাচিক্য করার লক্ষ্যে মার্কিন প্রশাসনের একটি অপচেষ্টা।

তিনি বলেন, ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজায় যে ভয়াবহ গণহত্যা চালিয়ে আসছে, তাতে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেলআবিব দেশটির অস্ত্রের চালান না পেলে ইসরাইলকে বহু আগেই গাজায় গণহত্যা বন্ধ করতে হত। এ সময় যুদ্ধের ময়দানে ইসরাইলের পক্ষ অবলম্বন করা সত্ত্বেও, মার্কিন সরকার যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হামাসের এই মুখপাত্র।

হামদান বলেন, হামাস গাজায় যে যুদ্ধবিরতি চায়, সেটি হতে হবে স্থায়ী এবং উপত্যকা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু নেতানিয়াহুর সরকার গাজায় ফিলিস্তিনিদের আটক তার পণবন্দিদের মুক্ত করে নিতে সাময়িক যুদ্ধবিরতি দিতে চায়।

তবে ভেতরে ভেতরে ইসরাইলের মনোবাসনা পূরণ করার জন্য যুক্তরাষ্ট্র সরকার যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা এখন মোটেও অস্পস্ট নয় বলে দাবি করেন হামাসের এই প্রতিনিধি। হামাসের লেবানন প্রতিনিধি ওসামা হামদান শনিবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটনের পক্ষে থেকে চাপ সৃষ্টি করার এ অভিযোগ জানান।