ঢাকা   ০৩ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী (ময়মনসিংহ)        অনেক জায়গায় গেলাম, কিন্তু এমন আন্তরিকতা আর কোথাও পেলাম না (বাংলাদেশ)        ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেফতার (ময়মনসিংহ)        গুচ্ছভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জাবিপ্রবি মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি। (ময়মনসিংহ)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (দেশজুড়ে)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (দেশজুড়ে)        ‘মানবিক করিডর’ নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্বেগ প্রকাশ (ময়মনসিংহ)        জামালপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছবি (ময়মনসিংহ)         ‘লিগ্যাল এইড বর্তমানে কাঠামোগত প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে’ (ময়মনসিংহ)        আনন্দ মোহন কলেজে ফিনান্স-ব্যাংকিংয়ের মাস্টার্স কোর্স চালু, আনন্দ মিছিল (ময়মনসিংহ)      

ঘঘুষ নেওয়ার দায়ে এসআই বরখাস্ত সিনিয়র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম :ঘুষের টাকা ফেরত দেওয়া সেই এসআই সাময়িক বরখাস্ত ঘুষ নেওয়ার দায়ে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত।

Logo Missing
প্রকাশিত: 10:28:06 pm, 2025-03-24 |  দেখা হয়েছে: 2 বার।

সোমবার (২৪ মার্চ) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তদন্তে ঘুষ লেনদেনের সত্যতা পাওয়া গেছে। সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন জেলা পুলিশ সুপার।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, নজরুল ইসলামকে সাসপেন্ড করেছি। তিনি এখন পুলিশ লাইনসে সংযুক্ত রয়েছেন।জানা যায়, গত বছরের ১ অক্টোবর উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী আরমান হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় তার মা শামসুন্নাহার ঝর্ণা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই নজরুল ইসলাম।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাতে নজরুল ইসলাম এলাকায় অভিযান চালিয়ে আরিফ বিল্লাহ বাচ্চু, রিফাতুল ইসলাম শাহীন, বাবুল মিয়া ও রোমান মিয়া নামের চার জনকে থানায় আটক করে নিয়ে যান। জিজ্ঞাসাবাদের নামে তাদের মারধর করা হয়। একপর্যায়ে আটকদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা দাবি করেন। অন্যথায় আরমান হত্যা মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান। এমতাবস্থায় বাবুলের বাবা মোনায়েম মিয়া এসআই নজরুলের সঙ্গে ৬০ হাজার টাকায় বিষয়টি রফাদফা করেন।

পরে আটক সবাইকে পরদিন রাতে মুক্তি দেওয়া হয়। ছাড়ার আগে টাকা হিসেব করে পকেটে ভরেন পুলিশের এই কর্মকর্তা। ওই চারজন এলাকায় এসে সবাইকে ঘুষ লেনদেনের ঘটনাটি জানালে সমালোচনা শুরু হয়। পরে ১২ মার্চ দুপুরে উপজেলার পৌর বাজারে মোনায়েম মিয়ার কাছে ঘুষের ৫৯ হাজার টাকা ফেরত দেন নজরুল ইসলাম। এদিনই পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার তদন্ত শুরু করেন।

নিয়ম অনুযায়ী বরখাস্ত হওয়া এসআই মো. নজরুল ইসলাম শাস্তিকালীন সময়ে শুধু বেতন স্কেল অনুযায়ী অর্ধেক পারিশ্রমিক পাবেন। অন্য কোনো সুবিধা পাবেন না

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!